প্রকাশিত: Thu, Dec 21, 2023 11:01 PM
আপডেট: Wed, Jul 2, 2025 10:39 AM

[১]ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান রিজভীর

রিয়াদ হাসান: [২] বৃহস্পতিবার রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে এ আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

[৩] বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ প্রধান বুধবার সিলেটে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তিনি ( শেখ হাসিনা) যে ভাষায় কথা বলেছেন তা হলো সন্ত্রাসীরাদের ভাষা।

[৪] প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনার এত সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? কারণ জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত থাকবে না। রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

[৫] তিনি আরও বলেন, এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে।  

[৬] এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক ছাত্রদল নেতা মাহবুব, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া প্রমুখ। সম্পাদনা: জেরিন আহমেদ